ব্যবহারের নিয়ম (এই অংশটি স্ক্রিনশর্ট দিয়ে রাখুন)
এটি লোশন শীত এবং গরমে সবসময় ব্যবহার করা যায়। এটি শুধু রাতে যে কোন সময় ব্যবহার করবেন। আপনার হাত-পা মুখ এবং পুরো বডিতে ব্যবহার করবেন। ব্যবহার করার আগে অবশ্যই হাত-পা মুখ সাধারণ যে কোন সাবান/ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। যেকোনো সাবান বা যে কোন ফেসওয়াশ ব্যবহার করা যাবে । আমরা এটি ৪ বছর পরীক্ষা করে তারপরে এনেছি। এতে ব্যবহার করে আপনি রোদে এবং আগুনে যেতে পারব। রাতে হাত,পা,মুখ ও পুরো বডিতে ব্যবহার করে সকালে অথবা দুপুরে ধুয়ে ফেলবেন তাহলেই হবে। এটি রাতে যেকোনো সময় ব্যবহার করবেন এবং দিনে সকালে অথবা দুপুরে ধুয়ে ফেলবেন ।